بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
"রাব্বি যিদনী ইলমা"
অর্থ: “হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও।”
—সূরা ত্বা-হা, আয়াত ১১৪
আসসালামু আলাইকুম।
মানুষের প্রকৃত বিকাশ শিক্ষা ছাড়া সম্ভব নয়। সেই লক্ষ্যেই সামছুল আলম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকের সীমায় আবদ্ধ নয়; বরং এটি একটি চরিত্র গঠনের কেন্দ্র, নেতৃত্বের ভিত্তি এবং মূল্যবোধের দীপ্ত আলো।
একটি বিদ্যালয় কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মূল্যবোধ ও সৃজনশীলতাকে লালন করেই সত্যিকার মানুষ তৈরি করে। আমি গর্বিত যে, আমাদের স্কুল সে দায়িত্ব পালন করে আসছে সফলভাবে।
আমি আরও গর্বিত যে, আমাদের শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের মনন ও চিন্তাশক্তি গঠনে কাজ করছেন। আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফল করছে না, তারা সামাজিক দৃষ্টিভঙ্গিতেও এগিয়ে যাচ্ছে।
আমরা চাই, সামছুল আলম উচ্চ বিদ্যালয় হোক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান—যেখান থেকে বেরিয়ে আসবে সৎ, জ্ঞানী, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক।
সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও সমাজের সহযোগিতায় এই যাত্রা সফল হবে—এই বিশ্বাস রাখি।
শুভেচ্ছান্তে,
সভাপতি
এ জেড এম আলী আসিফ গালিব
সামছুল আলম উচ্চ বিদ্যালয়
শোলাবাড়ি,শাখাইতি,সরাইল, ব্রাহ্মণবাড়িয়া